নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।
পটুয়াখালীর কলাপাড়ায় কচুরিপানায় পরিপূর্ণ ব্যাবহার অনুপোযোগী পরিত্যাক্ত পুকুর পরিস্কার করে ব্যাবহার উপযোগী করলো প্রতিভা সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের আহ্বায়ক মোসাঃ সালমা কবিরের উদ্যোগ ও নেতৃত্বে সোমবার (২৯ জুলাই) সকাল থেকে শুরু করে দিনব্যাপী কচুরিপানা অপসারন কার্যক্রম পরিচালনা করে সংগঠনের শতাধিক কর্মী। এবিষয়ে সালমা কবির বলেন,কলাপাড়া পৌর শহরের ২ নং ওয়ার্ড থানার পিছনের কচুরিপানায় পরিপূর্ণ এ পুকুর টি দীর্ঘদিন ব্যাবহার অনুপোযোগী ছিলো। একারনে এর আশপাশ ও শহরের বহু মানুষ গোসল থেকে শুরুকরে রান্নাবান্নার পানির জন্য ভোগান্তি পোহাতে হোত। তাই প্রতিভা সেচ্ছাসেবী সংগঠন এটি পরিস্কারের উদ্যোগ নিয়ে ব্যাবহার উপযোগী তৈরী করছে। এতে করে শহরের মানুষের ভোগান্তি কমবে।
সংগঠনের সদস্য জালাল বলেন,সাধারন মানুষের ভোগান্তির লাঘবে আমরা সেচ্ছায় বিনা পারিশ্রমিকে এখানে শতাধিক কর্মী কাজ করেছি।
পরিত্যাক্ত এ পুকুরটি পরিস্কারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠন কে ধন্যবাদ জানিয়েছে স্থানীয় গনমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
tawhidit.top/