• সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

মহিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশেই ছিলো চিরকুট!

নিউজ রুম / ২২
বুধবার, ১৭ জুলাই, ২০২৪

 

মাইনুদ্দিন আল আতিক, মহিপুর।।

পটুয়াখালীর মহিপুরে বিছানায় মৃত্যুর কারণ লেখা দু’টি চিরকুটের পাশে ঝুলছিলো মোঃ হাসিবুল ইসলাম (২০) নামে এক যুবকের মরদেহ।

বুধবার (১৭ জুলাই) সকালে মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল কুয়াকাটা এলাকার মেলাপাড়ার বাসিন্দা মোঃ হারিচ ঘরামীর ছেলে। গত দুই বছর আগে মহিপুর এলাকার বাসিন্দা লাল মিয়ার মেয়ে আঁখির সাথে তার বিবাহ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিকভাবে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন যাবৎ কলহ চলছিলো। তাই তারা পার্শ্ববর্তী বিপিনপুর গ্রামে ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার তারা স্বামী-স্ত্রী মেয়ের বাবার বাড়িতে যায়, রাতে হাসিবুল একা বাড়িতে আসে। বুধবার সকালে স্ত্রী আঁখি ওই ভাড়া বাসায় এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ফ্যানের রডের সাথে স্বামীকে ঝুলতে দেখে ডাকচিৎকার দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। চিরকুটে তার মৃত্যুর জন্য স্ত্রীকে দায়ী করেন এবং শ্বশুর বাড়ির লোকজন অবহেলা করতো বলে উল্লেখ করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ নামানো হয়েছে। ঝুলন্ত লাশের পাশ থেকে দু’টি চিরকুট এবং তাদের স্বামী-স্ত্রীর কিছু ছবি পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।’


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/