• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন

আমতলীতে প্রেম করে বিয়ের জের : প্রেমিকের বাড়িতে হামলা ও ভাঙচুর

নিউজ রুম / ১৪
রবিবার, ১৪ জুলাই, ২০২৪

 

মোঃ সাইদুর রহমান, আমতলী (বরগুনা) প্রতিনিধি।।

বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের সেকান্দারখালী গ্রামে প্রেম করে বিয়ে করার জের ধরে প্রেমিকার বাবা সহ আত্মীয় স্বজন কর্তৃক প্রেমিকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী ইউনিয়নের সেকান্দার খালি গ্রামের নসা মিয়ার ছেলে মোঃ মিরাজের সাথে ছোনাউঠা গ্রামের জাফর মিয়ার কন্যা জুই মনি এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায় (১২ জুন) নোটারী পাবলিক কার্যালয়ের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এরপর (১১ জুলাই) রাত ৮টার দিকে বিয়েকে কেন্দ্র করে মনির পিতা জাফর খান, চাচা জাহিদুল খান, হারুন খান,সাহআলম খান, নাজমুল হোসেন নবীন,মারুফ খান দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিরাজের বাড়িতে ঢুকে বাড়ীর লোকজনদের খুজে। তাদের আসার খবরে ঘরে লোকজন ঘর থেকে অন্যত্র গিয়ে আশ্রয় নেয়। এসময় জাফর খান, চাচা জাহিদুল খান, হারুন খান,সাহআলম খান, নাজমুল হোসেন নবীন,মারুফ খান মিরাজের ঘর দুয়ার কুপিয়ে ঘরের মধ্যে আলমিরাতে থাকা ৩ লাখ টাকা ও স্বর্নলংকার নিয়ে যায়।

এ বিষয় জুই মনির পিতা জাফর খানের কাছে জানতে চাইলে তিনি তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখেওয়াত হোসেন তপু বলেন এ বিষয় কোন অভিযোগ পাই নাই অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/