• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

মোশাররফ সভাপতি ও মোজাম্মেল কে সম্পাদক করে ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন।

নিউজ রুম / ২১
শনিবার, ১৩ জুলাই, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।

পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১২ জুলাই) বিকেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন,১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুর রাজ্জাক খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগ কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি ড.শহীদুল ইসলাম বিশ্বাস। এ- সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান তালুকদার,নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এ্যাড নাসির উদ্দীন মাহমুদ,সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি প্রফুল্ল কুমার হালদার,যুগ্মসাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জগৎ জীবন রায়,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শামিম খলিফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিয়া মোঃ জামাল উদ্দীন,যুবলীগ সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন,সেচ্ছাসেবক লীগ সাধরন সম্পাদক মোঃ নাইমুর রহমান (রনি) ছাত্রলীগ সভাপতি রবি কিরন সুমন সহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান এ্যাড নাসির উদ্দীন মাহমুদ। এসময় প্রধান অতিথি ড.শহিদুল ইসলাম বিশ্বাস পুরনো কমিটি বিলুপ্ত করেন। এরপর কাউন্সিলের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য নীলগঞ্জ ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠন করেন। এতে মোশাররফ খানকে সভাপতি ও মোজাম্মেল বয়াতীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। তবে কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোশারফ খান সভাপতি নির্বাচিত হন। এছাড়া মোজাম্মেল বয়াতির সাথে ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য লিটন সাহার সাথে প্রতিদ্বন্দ্বিতা হয় এতে জনসমর্থনে মোজাম্মেল বয়াতী এগিয়ে থাকে। তাই তাকে তাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/