• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

কলাপাড়ায় জাটকা সহ ২৭ মন সামুদ্রিক মাছ জব্দ,ত্রিশ হাজার টাকা জরিমানা।

নিউজ রুম / ১৬
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

পটুয়াখালীর কলাপাড়ায় পাচার কালে গাড়িতে অভিযান চালিয়ে জাটকা ইলিশ সহ ২৭ মন সামুদ্রিক মাছ জব্দ করেছে উপজেলা প্রশাষন ও মৎস্য বিভাগ। এসময় মাছ পরিবহনের দায়ে চালকদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ন’টার দিকে কুয়াকাটা – কলাপাড়া সড়কের শেখ কামাল সেতুর টোল প্লাজা নীলগঞ্জ অংশে এই বিপুল পরিমাণ মাছ জব্দ করাহয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ ও সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি বাস থেকে এ মাছগুলো জব্দ করাহয়। এসময় তিনটি বাসের চালকদের ধরা নিষিদ্ধ মাছ পরিবহনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মৎস্য বিভাগের তথ্য মতে মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণের জন্য সমুদ্রে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। সেই সাথে সড়ক ও নদীতে মাছ পরিবহন ও বিপননে রয়েছে বাঁধা। সকল বাঁধা ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২৩০ টি প্যাকেটে জাটকা ইলিশ সহ ২৭ মন বিভিন্ন সামুদ্রিক মাছ পাচার করছিল একটি চক্র। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন,২৩০ টি প্যাকেটে ২০০ কেজি জাটকা ইলিশ, ৮৬০ কেজি পােয়া,ডান্ডি,
লইট্রা সহ বিভিন্ন সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছগুলো রাতেই বিভিন্ন এতিমখানা ও দুঃস্থ্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। ৬৫ দিন সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন সাগরে ও সড়কে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/