কলাপাড়া প্রতিনিধি।।
পটুয়াখালীর মহিপুরে একটি বেসরকারি হাসপাতালে সনাতনী পদ্ধতি বাচ্চা প্রসব করাতে গিয়ে আয়ার হাতে নবজাতক মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে মহিপুর কেয়ার মডেল হাসপাতালে এঘটনা ঘটে। এঘটনার খবর ছড়িয়ে পড়লে প্রসূতির স্বজনরা ক্ষোভে ফুসে ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মহিপুর থানা পুলিশ ও স্বজনরা জানায়, মহিপুর সদর থানার বিপিনপুর গ্রামের আনোয়ারের স্ত্রী প্রসূতি শারমিন (৩৩) বেগমকে বৃহস্পতিবার সকাল ৬টায় ওই হাসপাতালে ভর্তি করেন। এসময় পারভীন নামে ওই আয়া অপারেশনথিয়েটারে নিয়ে ডেলিভারীর প্রচেষ্টা চালান। এসময় ওই হাসপাতালের নার্স মানছুরা আসার আগেই নবজাতক মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর ডাক্তারকে ফোন করা হলে তিনি হাসপাতালে পৌঁছে নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। অভিযোগ রয়েছে, হাসপাতালে ২৪ ঘন্টা প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক থাকবার ঘোষণা থাকলেও ওই সময় কোন চিকিৎসক ছিলেন না। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই আয়া পরভীন এবং নার্স মানসুরাকে থানায় নেওয়া হয়েছে।
মহিপুর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন তালুকদার জানান, তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
tawhidit.top/