• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

কলাপাড়ায় পানিতে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

নিউজ রুম / ৯
মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

 

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় পানিতে ডুবে জুনায়েদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জুনায়েদ পক্ষিয়াপাড়া গ্রামের শিমুল হাওলাদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিশু জুনায়েদ খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদ কে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/