নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।
পটুয়াখালীর কলাপাড়ায় নির্দিষ্ট তারিখের একদিন আগে উদযাপন করাহয়েছে পবিত্র ঈদুল আযাহা। সৌদির সংগে মিলরেখে মুসলিমউম্মাহর দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় উৎসব পালন করেছে চান টুপি অনুসারীরা। পুরো উপজেলায় বিভিন্ন স্থানে এ উৎসব পালন করা হয়েছে। এর মধ্যে একই জায়গায় একসঙ্গে ৭ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ এ উৎসবে অংশ নিয়েছে। এ উপলক্ষে রবিবার (১৬ জুন) সকাল ৭ টায় উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশান বাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে,ঈদুল আযাহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।এছাড়া পৌর শহরে নাইয়াপট্টি,ধানখালী,চম্পাপুর,লালুয়া উত্তর লালুয়া মাঝি বাড়ি,লতাচাপলি ও ফুলতলী বাজারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদকে ঘিরে এসব স্থানে সকাল থেকে বিরাজ করছে উৎসবের আমেজ। স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন তারা।
tawhidit.top/