নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।
পটুয়াখালীর কলাপাড়ায় মিথ্যা অপবাদ দিয়ে মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা। আজ শনিবার দুপুর ১ টার দিকে পৌরশহরের নতুন বাজার এলাকায় তাঁর বাসভবনে এ সংবাদ সন্মেলন করেন।
সদ্যশেষ হওয়া উপজেলা নির্বাচনে দ্বিতীয়বারে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে বলেন,তিনি উপজেলা নির্বাচনে পুনরায়ঃ বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর নীলগঞ্জ ইউনিয়নে ৯ জুন ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পাখিমারা বাজারে যান। সেখানে আওয়ামীলীগ কার্যালয়ে অবস্থান করছিলেন আওয়ামী নেতা রহমান তালুকদার। তিনি তাদের দেখে কার্যালয়টি তালাবদ্ধ করে চলে যায়। এরপর সিমা বাজারে দক্ষিন প্রান্তে ঘুরে এসে রহমান তালুকদার কে পুনরায় কার্যালয়ে বসা দেখেন। তখন সিমার সমর্থকরা রহমানকে কার্যালয় বন্দের কারন জানতে চায়। এ নিয়ে তার সাথে শাহীনা পারভীন সীমার সর্মথকদের বাক-বিতন্ডা হয়। পরে রহমান তালুকদার বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আওয়ামীলীগ কার্যালয় ও নিজ বাসা ভাংচুরের মিথ্যা নাটক সাজায়। আসলে ওই দিন সেখানে তাদের উল্লেখিত কোন ঘটনা ঘটেনি। তাদের উদ্দেশ্য আমাদের আওয়ামীলীগ থেকে বিতারিত করা। তিনি অভিযোগ করে আরও বলেন,এ ঘটনায় অহেতুক তার এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তাদের পুরো পরিবারকে হয়রানি ও বাসাবাড়িতে হামলা সহ নানা ঘটনা ঘটিয়েছে। আমরা এর তিব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তাদের বিরুদ্ধে করা মামলা থেকে সকলকে অব্যাহতি ও হয়রানি বন্দের দাবি জানান তিনি। এসময় শাহিনা পারভীন সীমা আরও বলেন,আমার পিতা মরহুম আনোয়ার-উল-ইসলাম পটুয়াখালী-৪ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য। আমার বড় ভাই আবদুল্লাহ আল-ইসলাম লিটন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমার এক চাচাত ভাই নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমাদের গোটা পরিবার আওয়ামীগের জন্য নিবেদিত। অথচ,রহমান তালুকদার এক সময় বি,এন,পি জাতীয় পার্টি করা মানুষ। যিনি সামান্য ঘটনাকে তিলে তাল বানানোর চেষ্টা করে যাচ্ছে বলে সংবাদ সন্মেলনে তিনি উল্লেখ করেন।
এদিকে,দলীয় কার্যালয় ভাংগার বিষয়ে জানতে চাইলে নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জগৎ জীবন রায় জানান,দলীয় কার্যালয় খোলা কিংবা বন্ধ নিয়ে দু’পক্ষের বাগ-বিতন্ডা,চর-থাপ্পর দেয়ার ঘটনা ঘটেছে। অফিস ভাংগার কোন ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত রহমান তালুকদারের বক্তব্য নিতে তার মুঠো যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
tawhidit.top/