মাইনুদ্দিন আল আতিক, কলাপাড়া।।
পটুয়াখালীর মহিপুরে ‘শিশুশ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৪ পালন করা হয়েছে।
বুধবার (১২ জুন) বিকেলে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ-এর উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে কলাপাড়া সিডিপি অফিস সংলগ্ন মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সভাপতিত্বে ও কো-অপারেটিভ সাপোর্ট অফিসার নারায়ণ কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা তসলিমা আক্তার। এছাড়াও সিডিপি প্রোগ্রাম অফিসার ফারহান তানভীর রাফিত, এডমিন অফিসার শিপন চন্দ্র সরকারসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ‘শিশুশ্রম একটি বৈশ্বিক সমস্যা। শিশুশ্রম শিশুর স্বাভাবিক শৈশব ও পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি তাদের সঠিক মানসিক ও শারীরিক বিকাশ এবং শিক্ষা প্রক্রিয়াকে ব্যাহত করে। টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে দেশকে শিশুশ্রম মুক্ত করতে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সরকারের পাশাপাশি আমাদেরও এ বিষয়ে সোচ্চার হতে হবে।’
আলোচনা সভায় গুড নেইবারস-এর আইডিভুক্ত ১৬৫ জন শিশু অংশ নেয়। এছাড়া অভিভাবক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
tawhidit.top/