সঞ্জিব দাস ,গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি।।
পটুয়াখালীর গলাচিপায় জমি কেনাবেচাকে কেন্দ্র করে জমির মালিক কে মারধর করার খবর পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকুয়া ইউনিয়নের পার ডাকুয়া গ্রামে। মঙ্গলবার সকাল আনুমানিক সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে আহত অবিনাশ দাস জানান। এলাকাবাসী অবিনাশ দাস কে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। আহত অবিনাশ দাস প্রতিবেদককে বলেন, জমি জমা বিক্রয়কে কেন্দ্র করে আমাকে বাসায় ডেকে আমাদের একই এলাকার মৃত রাজা হাওলাদার এর ছেলে নুরু হাওলাদার ৫৫ এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে নুরু হাওলাদার পালিয়ে যান। এলাকাবাসী আমাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে । এ বিষয়ে ডাক্তার মোঃ মাহবুব রহমান বলেন, অবিনাশ দাস আমার চিকিৎসা ধীনে হাসপাতালে তৃতীয় তলায় ৫ নং বেডে ভর্তি আছে । তার শরীরের বিভিন্ন অংশে ফুলা ও জখম রয়েছে। এ বিষয়ে অবিনাশ দাসের স্ত্রী বনমালা রানী বলেন, এলাকাবাসী না পড়লে আমার স্বামীকে নুরু হাওলাদার মেরে ফেলত আমি এর সঠিক বিচার চাই। এ বিষয়ে নুরু হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। ডাকুয়া ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন বলেন, বিষয়টি আমি শুনে হাসপাতালে গিয়েছিলাম এবং দুপক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু বিশ্বজিৎ রায় বলেন, ইউপি সদস্য বিষয়টি আমাকে জানিয়েছে হাসপাতাল থেকে সুস্থ হয়ে এলে ইউনিয়ন পরিষদে বসে এর কঠোর ব্যবস্থা নেয়া হবে। গলাচিপা থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ফেরদৌস আলম খান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
tawhidit.top/