নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা ভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের চুরান্ত পর্যায় এবং কৈশোর স্বাস্থ্য মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট (কোডেক) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকে এসএফ) এর অর্থায়ন ও সহযোগিতায় সোমবার (১০ জুন) উপজেলার বালিয়াতলী ইউনিয়নের শিশুপল্লী একাডেমি মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বালিয়াতলী ইউনিয়ন চেয়ারম্যান মো.হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সিমা। বিশেষ অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার,কোডেক সিনিয়র জোনাল ব্যাবস্থাপক শেখ হাসানুর রহমান,এলাকা ব্যাবস্থাপক ইসমাইল শেখ,কলাপাড়া শাখা ব্যাবস্থাপক মো.আকতারুজ্জামান,
লালুয়ার শাখা ব্যাবস্থাপক তৌফিক,প্রধান শিক্ষক শিশুপল্লী একাডেমি,তুলাতলি মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিন সকালে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার। পরে দিন ব্যাপী নাচ,গান,আবৃত্তি খেলাধুলা,দেয়াল পত্রিকা তৈরী,ফ্রী ব্লাড গ্রুপিং সহ নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়। সর্বশেষ সুধিজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোডেক সিনিয়র প্রোগ্রাম অফিসার তসলিম ওয়াহেদ।
tawhidit.top/