• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

ফরিদপুর চিনিকলে আখচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজ রুম / ১৩
বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

 

হৃদয় শীল, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি।।

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলরে কৃষি বিভাগের আয়োজনে আখের ফলন বৃদ্ধিতে আন্তঃপরিচর্যা বিষয়ক ইক্ষু চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০ টা হতে দিনব্যাপী মিলসগেট ‘এ’ সাবজোনের মেগচামী ১৭ ও ১৮ নং ইউনিটের আখচাষীদের আখচাষীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।
১৭নং ইউনিটের আখচাষী মো. হাসান আলী খানের কার্যালয়ে বিশিষ্ট আখচাষী মো. সিদ্দিকুর রহমান মোল্যার সভাপতিত্বে ও সাবজোন কর্মকর্তা মো. মেহেদী হাসানের স লনায় প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ। মহাব্যবস্থাপক(অর্থ) খোঃ আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান,মো. হাসান আলী খান মো. আমিন উদ্দিন মোল্যা,রবিউল হোসেন নবিয়াল, মো. মোক্তার মোল্যা, আব্দুল হালিম মাষ্টার, আলমগীর হোসেন,সিআইসি মোস্তফা কামাল, সিডিএ মাহবুব হোসেন প্রমুখ।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ জানান, চলতি বছর মাঠে যে আখ রোপন করা হয়েছে সেসব আখের ফলন বৃদ্ধিতে কৃষি বিভাগ,প্রশাসন বিভাগ হতে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সে সকল কর্মসূচী বাস্তবায়নের কাজ চলছে। আখচাষীদের সার্বিক সহযোগিতায় আশা করি এর ফল ইতিবাচক হবে।
একাধিক চাষীরা জানান, রিং পদ্ধতিতে আখ রোপন অধিক ফলন ও লাভজনক হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/