নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কালাপাড়ায় নির্বাচনকে ইসু করে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এতে ফুঁসে উঠেছে ওই সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৫ টায় পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি। মিছিলটি পৌরশহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে। এ সময় উপজেলা ও পৌরশ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য,উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত দোয়াত কলম প্রার্থীর ছেলের নেতৃত্বে অতর্কিত হামলায় বিজয়ী ঘোড়া মার্কার প্রার্থীর কর্মী শ্রমিকলীগ নেতা মোকসেদুর রহমান মোকসেদ সহ চার জনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বুধবার রাত ৯ টার দিকে কলাপাড়া পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন চৌরাস্ত এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
tawhidit.top/