• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

কলাপাড়ায় চলছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ।

নিউজ রুম / ২২
বুধবার, ৫ জুন, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী ।।

ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় চলছে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে ভোট হচ্ছে ব্যালটের মাধ্যমে। বুধবার (৫ জুন) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। পুরো উপজলায় ৭৪ টি কেন্দ্রে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। এ উপজেলায় নারী পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা রয়েছে ২ লক্ষ ১ হাজার ৬ শত ৩৮ জন। এর বিপরীতে
চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্ন অফিসার মো.মস্তফা কামাল জানিয়েছেন,সুষ্ঠভাবে ভোট গ্রহনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এছাড়াও মাঠে ২৮ জন ম্যাজিষ্ট্রেট, ৪ টি র‌্যাব,৭ টি বিজিবি ও ৮ টি কোষ্টগার্ডর টিম মোতায়েন করা হয়েছে যারা সর্বদা টহলরত অবস্থায় থাকবে। এরপরও পুলিশের মোবাইল টিম,স্টাইকিং ফোর্স ও স্টান্ডবাই টিম মাঠে কাজ করছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সদা প্রস্তুত এসব বাহিনীর সদস্যরা। তাই উৎসবমুখর পরিবেশে অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে পারবেন বলে জানিয়েছেন এ কর্মকর্তা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/