• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

নিউজ রুম / ৩৫
শনিবার, ১ জুন, ২০২৪

 

ভোলা সংবাদদাতা।।

ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে মাদ্রাসা পড়ুয়া ৮ম শ্রেণীর ছাত্রীকে (১১) জোর পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ অভিযোগে মোঃ সাগর (২২) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার দুলারহাট থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ মামলাটি দায়ের করেন।

শনিবার (১জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ। অভিযুক্ত মোঃ সাগর উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মোঃ মালেকের ছেলে বলে জানিয়েছেন ওসি মাকসুদুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদ্রাসা পড়–য়া ছাত্রী এবং অভিযুক্ত মোঃ সাগর একই এলাকার বাসিন্দা। সাগর ওই ছাত্রীকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সাগর বিয়ে করার আশ্বাস দিয়ে ফুঁসলিয়ে ২৩ মে রাত ১১ টার দিকে মাদ্রাসা ছাত্রীকে মুঠো ফোনে ছাত্রীর বাড়ীর পাশে এনে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ওই ছাত্রী ডাক-চিকৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। এসময় অভিযুক্ত সাগর কৌশলে পালিয়ে যায়।

মামলা হাওয়ার পর থেকে অভিযুক্ত সাগর পলাতক থাকায় তার কোন বক্তব্য পাওয়া যাইনি।

দুলার হাট থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান বলেন ধর্ষনে অভিযুক্ত সাগরকে আটকের চেস্টা অব্যাহত রয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/