শফিকুল ইসলাম বরিশাল সংবাদদাতা।।
বরিশালের আগৈলঝাড়া বেলুহার গ্রামের মরহুম হাফেজ আব্দুস ছাত্তার আনছারি হুজুরের বড় ছেলে হাফেজ মাওলানা বাহাউদ্দিন এন্তেকাল করিয়াছেন….. ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
তিনি স্ত্রী ও দুই সন্তান সহ অসংখ্য আপনযোন রেখে যান। আলেম ও ইমাম গনেরা সকলেই তার রুহের মাগফিরাতের দোয়া করেন এবং শোকাহতো পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুম হাফেজ মাওলানা বাহাউদ্দিন বেলুহার ভুঁইয়া বাড়ি জামে মসজিদের বর্তমান ইমাম ও খতিব।
বিশিষ্ট আলেমে দ্বীন তিনি অত্তান্ত নরম ও ভদ্র মনের মানুয় ছিলেন আমাদের প্রিয় বন্ধুর জন্য মহান রবের দরবারে জান্নাতের উচ্চমাকাম কামনা করছি।
মরহুমের নামাজের জানাযা আজ রবিবার বাদ এশা তার নিজ বাড়িতেই অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ।
বিঃ দ্রঃ আজ রবিবার ফজরের নামাজের পরে বিষধর সাপে কাটলে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরতো চিকিৎসক তাকে মৃত্যু ঘোশনা করে।
tawhidit.top/