কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক বরিশালের আয়োজনে কলাপাড়া উপজেলায় কার্যরত সকল তফসিলী ব্যাংক ও এনজিও এর সহযোগিতায় শনিবার সকাল ১০টায় কলাপাড়া শেখ কামাল অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক কলাপাড়া বন্দর শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার অতিরিক্ত পরিচালক (ব্যাংকিং) রিসোর্স পারসন কাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখারর যুগ্ম ব্যবস্থাপক (কারেন্সি) মোঃ মামুন শিকদার, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার সহকারী পরিচালক মো. আতিকুর রহমান। এসময় অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, উত্তরা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংকসহ কলাপাড়া উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, ক্যাশ অফিসার সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
tawhidit.top/