• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

সন্ত্রাস,চাঁদাবাজ,ভূমিদস্যু,সালিশ বাণিজ্যমুক্ত শান্তির কলাপাড়া প্রতিষ্ঠিত করবেন,প্রতিমন্ত্রী মহিব।

নিউজ রুম / ১৪
শুক্রবার, ১৭ মে, ২০২৪

 

মো:ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী)।

এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত, ভূমিদস্যুমুক্ত, সালিশ বাণিজ্যমুক্ত শান্তির কলাপাড়া প্রতিষ্ঠিত করতে সব সময় কাজ করে যাবো। এই কলাপাড়ার মাটিতে সন্ত্রাসের কোন জায়গা নেই। বিগত দিনেও কলাপাড়াকে সন্ত্রাস মুক্ত রেখেছি। আমার সাথে যারা রাজনীতি করেন এবং করতে চান রাজনীতি সবার জন্য উন্মুক্ত। তবে কথা একটা,স্পষ্ট মেসেজ দিতে চাই আমি, শান্তির বিপক্ষে যারা কাজ করবেন তাদের আমি চিনিনা। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ পায়রা শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো:মহিববুর রহমান মহিব।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, মহিলা আওয়ামী লীগের আহবায়ক ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/