রাসেল মোল্লা কলাপাড়া।।
পটুয়াখালীর কলাপাড়ায় সোমবার সকাল১১ টায় উপজেলা পরিষদ হল রুমে হীড বাংলাদেশ নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন’র সভাপতিত্বে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, অদ্বৈত কুমার বিশ্বাস কেন্দ্রীয় ব্যবস্হাপক হীড বাংলাদেশ, অলোক কুমার হালদার আঞ্চলিক ব্যবস্হাপক হীড বাংলাদেশ, দেলোয়ার হোসেন কো- অর্ডিনেটর সমৃদ্ধি প্রকল্প হীড বাংলাদেশ, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির, সিপিপি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানের প্রতিনিধি এনজিও কর্মী বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হিট বাংলাদেশের সদস্যবৃন্দ গণমাধ্যম কর্মীরা। এসময়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম তার বক্তব্য বলেন, আর্ত মানবতার সেবায় হীড বাংলাদেশ। স্লোগান কে ধারণ করে বাংলাদেশকে গড়ো তোলার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে একদল বিদেশি বন্ধুরা ১৯৭৪সালে গড়ে তোলা হীড বাংলাদেশ। সমাজের অসহায়, দরিদ্র বঞ্চিত মানুষকে তার অধিকার প্রতিষ্ঠায় হীড বাংলাদেশ তার কার্যক্রম পরিচালনা করে আসছে আশা করি কলাপাড়া উপজেলায় ভালো কিছু কাজ আমাদেরকে উপহার দিবে।
tawhidit.top/