• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

আর একদিন পরেই শুরু হচ্ছে ১০ দিন ব্যাপী বৃষ্টিপাত।

নিউজ রুম / ১৪
শনিবার, ৪ মে, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

দেশব্যাপী শুরু হচ্ছে ১০ দিন ব্যাপী বৃষ্টিপাত। এমনই তথ্য দিয়েছে বাংলাদেশ বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা(bwot) এর গবেষকরা। শনিবার(৩ এপ্রিল) রাতে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (bwot) এর অফিসিয়াল ফেসবুক পেজে এমনি এক তথ্য প্রকাশ করেছে। এতে বলাহয় শিঘ্রই দেশের দিকে ধেঁয়ে আসছে
প্রায় শক্তিশালী একটি বৃষ্টিবলয় জুঁই।এটি একটি বেশ শক্তিসম্পন্ন ক্রান্তীয় রেইন বেল্ট।যা আগামী ৫ ই মে সিলেট,চট্টগ্রাম বিভাগের পশ্চিম অংশ দিয়ে দেশে প্রবেশ করে আগামী ১৫ ই মে সিলেট হয়ে দেশ ত্যাগ করতেপারে। তারা আরও জানিয়েছে এই বৃষ্টি বলয়টিতে বৃষ্টির সাথে যুক্ত থাকবে তীব্র বজ্রপাত। সেই সাথে দেশের অনেক এলাকায় প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। এই বৃষ্টি বলয়টি প্রথমদিকে দেশের পূর্ব অঞ্চলে বেশি সক্রিয় থাকতে পারে,যেটি পরবর্তী সময়ে দেশের বাকি এলাকায় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সময়সূচি নির্ধারন করা হয়েছে ৫ ই মে থেকে ১৫ ই মে এই ১০ দিন পর্যন্ত। এসময় সর্বাধিক বৃষ্টি হতেপারে সিলেট বিভাগের বেশকিছু এলাকায়। এখানে ২২০ মি:মি: এর বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর সক্রিয় ময়মনসিংহ,ঢাকা,চট্টগ্রাম,খুলনা ও বরিশাল বিভাগে। এই পাঁচ বিভাগে গড়ে ১০০ মি: মি: করে বৃষ্টি হতে পারে। মাঝারি মানের বৃষ্টি হতেপারে রাজশাহী ও রংপুর বিভাগে। এই দুই বিভাগে গড়ে ৬০ মি:মি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বলয় চলাকালীন সময়ে বেশি সক্রিয় এলাকায় বেশিরভাগ সময়ই আকাশ মেঘাছন্ন থাকতেপারে। এবং অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে বিকাল থেকে সকালের মধ্যে। উল্লেখ যোগ্য স্থানের বৃষ্টির সম্ভাব্য সময় ও বৃষ্টির পরিমান উল্লেখ করেছেন সংস্থাটি। নিচে তা দেওয়া হোল।

ঢাকা ১০০ মিলিমিটার ( ৫ টু ১৫ ই মে)
খুলনা ৯৫ মিলিমিটার ( ৬ টু ১৫ ই মে)
বরিশাল ১০০ মিলিমিটার ( ৫/৬ টু ১৫ ই মে)
সিলেট ১৭৫মিলিমিটার ( ৫ টু ১৫ ই মে)
ময়মনসিংহ ৯৫ মিলিমিটার ( ৫ টু ১৫ ই মে)
রাজশাহী ৫৫ মিলিমিটার ( ৬ টু ১৪ ই মে)
রংপুর ৬৫ মিলিমিটার ( ৫/৬ টু ১৪ ই মে)
চট্টগ্রাম ৯০ মিলিমিটার ( ৫/৬ টু ১৪/১৫ ই মে)

এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে সিলেট এর নিচু এলাকায় সাময়িক বন্যার আশঙ্কা করাহচ্ছে। এসময় রাজশাহী,ও খুলনা বিভাগের অনেক এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ও দেশের বাকি এলাকায় স্বাভাবিক তাপমাত্রা থাকতে পারে।বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের সমুদ্র বন্দর অধিকাংশ সময়েই বায়ুচাপের তারতম্যের কারনে উত্তাল থাকতেপারে। এছাড়াও এ সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি কম পাওয়া যাবে বলেও তারা জানান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/