• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

দুমকীতে ডজনখানেক প্রার্থীর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিল

নিউজ রুম / ১৩
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

 

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী:

পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে ডজনখানেক প্রার্থী
মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশন জারিকৃত পরিপত্র অনুযায়ী ২ মে(বৃহস্পতিবার) চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী এ মনোনয়ন দাখিল করেছেন।

পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ড. হারুন- অর- রশীদ হাওলাদার, মোঃ শাহজাহান সিকদার, মাওলানা মোহাম্মদ রুহুল আমিন, কাওসার আমিন হাওলাদার ও এ্যড. মোঃ মেহেদী হাসান মিজান মনোনয়ন পত্র দাখিল করেছেন। ভাইস-চেয়ারম্যান পদে মোঃ মাইনুল ইসলাম রুবেল, মোহাম্মদ আবদুর রশিদ, মোঃ রেজাউল হক রাজন ও মোঃ মিজানুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে, নাজমুন নাহার শিরীন, মোসা: শিরিন আক্তার (মিনু) ও রেজোয়ানা হিমেল মনোনয়ন পত্র জমা দিয়েছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/