• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

কলাপাড়ায় বজ্রপাতে এক সংগে তিনটি গরুর মৃত্যু।

নিউজ রুম / ১৬
বুধবার, ১ মে, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী।।

পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে এক কৃষকের একসংগে তিনটি গরু মারা যাওয়ার ঘটনা ঘটছে। ঘটনাটি মঙ্গলবার রাত আনুমানিক তিন’টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের কৃষক আঃ রাজ্জাক হাওলাদার এর বাড়িতে ঘটেছে। ক্ষতি গ্রস্থ কৃষক আঃ রাজ্জাক ওই গ্রামের মৃত তাজেম হাওলাদার’র পুত্র।

কৃষক আঃ রাজ্জাক জানান,তিনি মোট আট’টি গরু পোষেণ। গতকাল তার পোষা একটি গরুকে ইনজেকশন দিয়েছেন। তাই গরম থেকে একটু স্বস্তিতে রাখতে গরুগুলোকে বাড়ির পার্শ্ববর্তী একটি মাঠের মধ্যে আলাদা আলাদা জায়গায় বেঁধে রাখেন। কিন্তু রাত আনুমানিক তিটার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের টের পেয়ে গরু আনতে রওনা দেন। এমন সময় তার চোখের সামনেই বজ্রপাতে আক্রান্ত হয় গরুগুলি। এরপর কাছে গিয়ে তিনি দেখতে পান তার তিনটি গরু মারা গেছ। পরে সকালে মৃত গরু তিনটি তিনি মাটি চাপা দেন। এতে তার অন্তত দেড়লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ঘটনার খবর পেয়ে কৃষক আঃ রাজ্জাকের বাড়িতে গিয়ে পরিবারটিকে খোঁজ খবর নিয়ে সমবেদনা জানিয়েছেন চম্পাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাহবুব আলম (বাবুল)।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/