সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী সংবাদদাতা।।
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষে শ্রেষ্ঠ পিতা-মাতা ও সন্তানদের মর্যাদাপূর্ণ পুরস্কার সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাউথ এশিয়া পার্টনারশিপ-বাংলাদেশ ও সহযোগী প্রতিষ্ঠান পল্লী সহায়ক ফাউন্ডেশন পানপট্টি শাখার উদ্যোগে সোমবার বিকাল ৪টার দিকে পানপট্টি ইউনিয়ন পরিষদ হল রুমে শ্রেষ্ঠ পিতা ও সন্তানদের মর্যাদাপূর্ণ পুরস্কারে পুরস্কৃত করা হয়। পরে নুরজাহান বেগম ও সাইদুর রহমান দু’জন বয়োজ্যেষ্ঠের মাঝে হুইলচেয়ার উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
শ্রেষ্ঠ পিতা হিসেবে পুরষ্কৃত হলেন, মো. ইদ্রিস শিকদার, মো. মোস্তফা মৃধা, বিরেন চন্দ্র রায়, দুলাল চন্দ্র রায়, জালাল মিস্ত্রি। এছাড়া, শ্রেষ্ঠ সন্তান হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন, সুমন মাস্টার, মো. মোসলেম উদ্দিন, ফাতেমা বেগম, শাহানা (বিলকিস) বেগম, রেহেনা বেগম। পুরস্কৃতরা সকলে পানপট্টি ইউনিয়নের বাসিন্দা।
শ্রেষ্ঠ পিতা-মাতা ও সন্তানদের মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পানপট্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. মাসুদ রানা, শাখা ব্যবস্থাপক মো. মামুন মিয়া ও মো. লুৎফর রহমান সরকার সমন্বয়কারী স্যাপ-বাংলাদেশ সমৃদ্ধি কর্মসুচি, পানপট্টি শাখা, গলাচিপা, পানপট্টি ইউনিয়ন পরিষদ সদস্য মো. কামাল হোসেন, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোসাম্মৎ শিরিন নাহার আখতার সহ অত্র ইউনিয়নের সাধারণ জনগণ।
tawhidit.top/