• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

কলাপাড়ায় নদীতে পরে ড্রেজার শ্রমিক নিখোঁজ।

নিউজ রুম / ১৬
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।। 

পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে পরে এক ড্রেজার শ্রমিক নিখোঁজ হয়েছে। নিখোঁজ ওই যুবকের নাম শাকিল (২৩)। ঘটনাটি শনিবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ন’টার দিকে কলাপাড়া পৌরশহরের কলবাড়ি সংলগ্ন আন্ধার মানিক নদীতে ঘটেছে। নিখোঁজ শাকিল পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের জাকির গাজীর পুত্র। ড্রেজারে থাকা স্টাফদের কাছ থেকে জানাযায়,শাকিল চলন্ত ড্রেজারের ইনজিন রুম থেকে বেরহচ্ছিল এমন সময় ড্রেজারের চুকানি(মাঝি) চুকানে পা দিয়ে ধাক্কাদিলে অসাবধানতা বসত শাকিলের মাথায় লেগে সে নদীতে পরে যায়। এরপর অন্ধকারের মধ্যে শাকিলকে আর খুঁজে পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে মাথায় আঘাতের কারণে শাকিল অজ্ঞান হয়ে পানিতে তলিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় জেলে ও ফায়ারসার্ভিস কর্মীরা অনেক খোঁজাখুজি করেও রাত ১২ টা পর্যন্ত শাকিলের কোন সন্ধান পায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত আছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/