• সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

সালথায় পুলিশের সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নিউজ রুম / ৭
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

 

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর)সংবাদদাতা।।

অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণসহ সামাজিক সম্প্রীতি রক্ষার্থে ফরিদপুর সালথায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার ৪নং ভাওয়াল ইউনিয়ন পরিষদের চত্বরে সালথা থানা পুলিশের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ভাওয়াল ইউনিয়ন বীট অফিসার এস আই আবুল কালাম আজাদের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার সুপার কাজী সায়েম, পুরুরা মাদ্রাসার মোহতামিম নিজামুদ্দিন, সহকারী বীট অফিসার এ এস আই মো. সাইফুল ইসলামসহ ইউপি সদস্য, গ্রাম পুলিশ স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। সংবিধান থেকে বাস্তব জীবনেও এর প্রতিফলন ঘটিয়েছেন তিনি। এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ। তাই বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িকতার স্থান নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দিতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু একদল কুচক্রীমহল সেই শান্তি বিনষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে সবাইকে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/