Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

ফরিদপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জামাল মিয়ার গণসংযোগ

নিউজ রুম / ৮৩
বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

সালথা(ফরিদপুর) সংবাদদাতা।। 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটছে ফরিদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার। গতকাল দুপুরের পর থেকে সালথা উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। হাজারও মানুষ জামাল হোসেনকে দেখতে ছুটে আসেন। তারা ঈগল মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন এবং তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন।

জামাল হোসেন তাদের আশ্বস্ত করে বলেন, তিনি নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানের চেষ্টা করবেন। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। গণসংযোগকালে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী , সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,রামকান্তপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটুসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/