Loading ...
  • শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

পীরগঞ্জে স্পিকারসহ ৪ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৪, স্থগিত ১

নিউজ রুম / ১১৮
রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

 

রতনমিয়া পীরগঞ্জ(রংপুর)সংবাদদাতা।।

২৪ রংপুর -৬ (পীরগঞ্জ) আসনে ৯জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তারমধ্যে যাচাই-বাছাইয়ে ৪জনের মনোনয়ন বৈধ হয়েছে এবং ১জনের স্থগিত ও ৪জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। বাতিল হয়েছে বাংলাদেশ কংগ্রেসের মাহবুল আলম, তৃণমুল বিএনপির ইকবাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ও তাকিয়া জাহান চৌধুরীর মনোনয়ন।

স্থগিত করা হয় জাকের পার্টির বেদারুল ইসলাম মনোনয়পত্র। আওয়ামী লীগের শিরীন শারমিন চৌধুরী, জাতীয় পার্টির নুর আলম মিয়া, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) হুমায়ুন ইজাজ, বাংলাদেশ কল্যাণ পার্টি’র জাকারিয়া হোসেনের মনোনয়পত্র বৈধতা ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, রংপুর-৪, ৫, ৬ সংসদীয় আসনে ২২জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ১৮জনের মনোনয়নপত্র বৈধ, ৪ জনের বাতিল ও ৩ জনের স্থগিত করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল ও স্থগিতকারীদের আপিল করার সুযোগ রয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/