সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) সংবাদ দাতা।।
পটুয়াখালীর গলাচিপায় দ্বাদস সংসদ নির্বাচনকে সামনে রেখে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান (এমপি) বলেন,আগামী দ্বাদশ সংসদ নির্বাচন হবে নিরেপক্ষ মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তির সরকার।
বুধবার (৪ অক্টোবর) গলাচিপা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার মুক্তিযোদ্ধা বাছাই যাচাই শেষে স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,
বীর মুক্তিযোদ্ধা,সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তিদের ও সাংবাদিকদের সাথে মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যেএসব কথা বলেন তিনি।
যাচাই বাছাই অনুষ্ঠানে পটুয়াখালী মৎস্যজীবী লীগের সভাপতি ও সাবেক ডেপুটি জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.নিজাম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি)। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ওসমান আলী,সাবেক কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক এ.বি.এম সুলতান আহমেদ,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. সাহিন,পৌর মেয়র আহসানুল হক তুহিন,মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু, স্থানীয় সিনিয়র আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম হাওলাদার, সাবেক আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হারুন-অর রশিদ,জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী মৎস্যজীবী লীগের সভাপতি ও সাবেক ডেপুটি জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার প্রমুখ। এময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান বাবুল ভূঁইয়া।
এরআগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে স্থানীয় মুক্তিযোদ্ধাদের বাছাই যাচাই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
tawhidit.top/