জগদীশ মন্ডল আগৈলঝাড়া সংবাদ দাতা।।
বরিশালের আগৈলঝাড়ায় যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী সহ কমপক্ষে ১২ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেল তিনটার দিকে আগৈলঝড়ার ফুল্লশ্রী গ্রামের মডেল মসজিদ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মাজহারুল ইসলাম জানান,বরিশাল থেকে ছেড়ে আসা পয়সারহাটগামী যাত্রীবাহি লোকাল বাস ঝিনুক (ঢাকা মেট্রো ব-১১-০৪১) এর সাথে বরিশালগামী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫-২০০৪) এর মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। দুর্ঘটনার পরপরই চালকেরা পালিয়ে গেছে।
এ ঘটনায় কিছু সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলেও পুলিশ দ্রুত যান চলাচলের ব্যবস্থা করেছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি মাজহারুল ইসলাম।
tawhidit.top/