Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

গলাচিপা উপজেলা চেয়ারম্যান-ইউএনও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও প্রশাসন নির্বাচিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি / ১০০
রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

পটুয়াখালী জেলার আট উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান-প্রশাসন নির্বাচিত হয়। রবিবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক নূর কুতুবুল আলম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লাা বক্তিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহিন সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড এবং জনস্বার্থে উপজেলার স্বাস্থ্য,শিক্ষা,গ্রামিন রাস্তা-ঘাট,পানি নিষ্কাশনের ব্যবস্থাসহ পরিষদের সকল কাজে সহযোগিতা ও সমতা বজায় রাখার স্বার্থে,সরকারের বিভিন্ন
জরীপে,পটুয়াখালী জেলার আট উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন আল হেলাল প্রশাসনিক, উন্নয়ন, সু-শাসন, নির্বাহী আদালতে বিভিন্ন মামলা পরিচালনা,ভ্রাম্যমাণ আদালত পরিচালনা,পাবলিক পরীক্ষা সুষ্ঠু,অবাধ ও নকলমুক্ত করাসহ শিক্ষার উন্নয়ন,প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম বাস্তবায়নে সফলতাসহ নানা পরিসংখ্যান এবং দায়িত্বশীলতার জন্য জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠত্ব অর্জনে উপজেলার সর্বমহল ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/