Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় টমটম চাপায় বিক্রয় প্রতিনিধির মর্মান্তিক মৃত্যু।

নিউজ রুম / ১০৪
শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী):

পটুয়াখালীর কলাপাড়ায় মালবাহী টমটম চাপায় বিক্রয় প্রতিনিধি বিধান মজুমদার (৩০) নিহত হয়েছে। এসময় ওই গাড়িতে থাকা হাফিজুল (২৩) আহত হয়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা বাজার থেকে কলেজ বাজারগামী সড়কে এ মর্মান্তিক দূর্টনা ঘটনা ঘটে। নিহত বিধান উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশান বাড়িয়া গ্রামের বুদ্ধি মজুদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়,নিহত বিধান কলাপাড়া পৌর শহরের কনফেকশনারী ব্যাবসায়ী সেলিম বেকারীতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল। শনিবার সকালে ওই বেকারী থেকে স্কয়ার সহ অন্যান্য কোম্পানীর কনজুমারের মাল টমটমে বোঝাই করে ধানখালীর বিভিন্ন বাজারে ডেলিভারির উদ্যেশ্য যাচ্ছিল। এমন সময় ঘটনাস্থলে পৌছালে যান্ত্রিক ত্রুটির কারনে হঠাৎ স্টিয়ারিং ঘুরে গিয়ে টমটমটি সড়কের উপরে উল্টে যায়,এসময় পাশে বসে থাকা বিধান টমটমের নিচে চাপাপড়ে। এতে তার মাথা থেঁতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরনে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এবিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলি আহম্মেদ জানান,দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/