Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

পানের বরজের সাথে শত্রুতা, ২০ লক্ষ টাকার পানলতা কেটে উজার।

নিউজ রুম / ১০৯
শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

শফিক খাঁন, ভোলা
ভোলায় রাতের আঁধারে পানের বরজের সাথে শত্রুতা করে বরজ নষ্ট করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাজাপুর ইউনিয়নের বানিয়ার চর এলাকায়।
স্থানীয় পান চাষি রহিজল মাজির ছেলে হারুন , সাহেআলম করাতি ও মনির মুন্সি জানান গত কয়েকদিন আগে আবু ও রুবেল এসে আমাদের বরজ সরিয়ে নিতে বলে হুমকি প্রদান করেন। বরজ না সরালে পানের বর ভেঙ্গে ফেলা সহ একাধিক মামলার হুমকি দিয়ে যায় তারা।
গতকার শুক্রবার (২২ সেপ্টেম্বর ) দিবাগত রাতে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পান চাষিরা।
পানের বরজ ও লতা কেটে উজার করার অভিযোগ তুলে মনির ও হারুন ও সাহেআলম জানান তাদের প্রায় ২০ লক্ষ টাকার পানের লতা কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
পানের বরজে বাম্পার ফলন দেখে আমাদের
এলাকার আবু,রুবেল গংরা সহ আরো অনেকে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে ঘাস কাটার মত করে আমাদের প্রায় ২০ লক্ষ টাকার মত পানের বরজ কেটে উজার করার ঘটনা ঘটায়।

এই পানের বরজ আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। এ্যানজিওর মাধ্যমে লোন করে অনেক কষ্টে পানের বরজ তৈরি করেছেন বলে জানান চাষিরা।
এখন ওরা আমাদের সব শেষ করে দিছে । এখন আমি কীভাবে বাঁচব বলতে পারছি না বলেন মনির । আমাদের পরিবার এখন না খেয়ে থাকবে। তার উপর ঋণের বোঝা। কীভাবে সামনের দিনগুলো পার করবে ভেবে পাচ্ছে না তারা।
চাষি হারুন বলেন ওরা এর চেয়ে আমাদেরকে মেরে ফেলা ভালো ছিলো।
এ বিষয়ে অভিযুক্ত রুবেল, বাবুল ও আবুর মুঠো ফোনে জানতে চাইলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী বলেন, আমি এখন পর্যন্ত বিষয়টি শুনি নাই। যেহেতু বিষয়টি জানলাম সেহেতু সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্যের মাধ্যমে জানবো, এবং অভিযোগ পাওয়া গেলে ব্যাবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহিন ফকির বিপিএম বলেন অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/