Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় শান্তি মাতার ২০৪ তম জন্ম জয়ন্তী উৎসব ও কবিগান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিউজ রুম / ২৩৫
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া :

পটুয়াখালীর কলাপাড়ায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সহধর্মিনী জগৎ জননী শান্তি মাতার ২০৪ তম জন্ম জয়ন্তী উৎসব উদযাপন হতে যাচ্ছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলা ৭ ই আশ্বিন উপজেলার মহিপুরের মনোহরপুরের সার্বজনীন শ্রী শ্রী হরি গুরু প্রফুল্ল চাঁদ বকুল মাতা শেবাশ্রম এ উপলক্ষে দিন ও রাত ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছ।

অনুষ্ঠান সূচিতে রয়েছে ৭ ই আশ্বিন ২৫ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩ টায় ভক্তদের অংশগ্রহণে রেলী, ৫ টায় মঙ্গল ঘট স্থাপন, ৫:৩০ মি প্রদীপ প্রজ্বলন ও ডঙ্কা কাশিতে হরিনাম কির্তন, সন্ধ্যা ৭ টায় হরিলীলামৃত পাঠ,রাত ৮ টায় উদ্বোধনী সংগীত,৯ টায় ছোটদের প্রতিযোগিতা মুলক সাংস্কৃতিক অনুষ্ঠান,১০ টায় ধর্মীয় আলোচনা সভা,১০:৩০ মি: দক্ষিণ বঙ্গের স্বনামধন্য কবিয়াল উজ্জ্বল সরকার ও মিল্টন সরকারের যৌথ প্রযোজনায় রাত ব্যাপী পরিবেশিত হবে কবিগান।তাই সনাতন ধর্মাবলম্বী সকল ভক্তদের উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করার বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে মন্দীর পরিচালনা কমিটি।
উল্লেখ্য রাতে উপস্থিত সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যাবস্থা রয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/