Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

গলাচিপায় এইচ,এস,সি পরীক্ষার্থীর কাছে মোবাইল না পেয়েও বহিষ্কার

নিউজ রুম / ১০৬
বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

সঞ্জীব দাস গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

এইচ,এস,সি পরীক্ষা -২০২৩ ইংরেজি ১ম পত্র (১০৭) পরীক্ষায় পরীক্ষার্থী সুমাইয়া বিথি রোল নং ২২৮৫১৬ এর সাথে মোবাইল ফোন না পাওয়ার পরও তাকে বহিষ্কার করা হয়েছে বলে কেন্দ্রের শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গলাচিপা সরকারী কলেজ কেন্দ্রে (৪১৮) মঙ্গলবার।
জানা গেছে, মঙ্গল বার গলাচিপা সরকারী কলেজ কেন্দ্রে (৪১৮) ইংরেজি ১ম পত্রের পরীক্ষার দিন ৭নং কক্ষে ৩জন শিক্ষক দায়িত্ব পালন করছিলেন । তারা হলেন উলানিয়া কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক পরিমল পোদ্দার, গলাচিপা সরকারী কলেজের ডিগ্রি পর্যায়ের জীববিদ্যার প্রভাষক নন এমপিও ভুক্ত তৃতীয় শিক্ষক আবু হানিফ ও প্রদর্শক শাওন পাল । ওই কক্ষে ৬৬জন পরীক্ষার্থী ছিল। পরীক্ষার্থী সুমাইয়া বিথি জানান, আমি গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের মানবিক শাখার ছাত্রী। তার রোল নম্বর ২২৮৫১৬, রেজি: নম্বর ১৮১৫৭৭৭৫৫০। ইংরেজি ১ম পত্র পরীক্ষার দিন আমার ও পরীক্ষার্থী সাবিকুন নাহারের দুইটি ফোন সহ টেবিলের নিচে ব্যাগে রেখে দেই। পরীক্ষা শুরু হওয়ার ১০/১৫মিনিট পর এক স্যার বলে ফোন কার তখন ছাত্রী জবাব দেয় আমার । কিছু বোঝার আগেই তার কাছ থেকে খাতা, প্রবেশ পত্র ও ফোন দুইটা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর সুমাইয়ার বহিস্কারের আদেশ জারি করা হয়। পরীক্ষার্থী এ প্রতিবেদককে আরো জানান, আমার বাড়ী প্রত্যন্ত এলাকা হওয়ায় পরীক্ষা শেষে বাড়ী ফিরতে অনেক সময় লাগে। ডিগ্রি পর্যায়ের জীববিদ্যার প্রভাষক নন এমপিও ভুক্ত তৃতীয় শিক্ষক আবু হানিফ জানান, ছাত্রীর কাছে কোন ফোন পাওয়া যায়নি। তবে টেবিলের নিচে ব্যাগের ভেতর ২টি স্মার্ট ফোন পেয়ে সুমাইয়াকে মোবাইলের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে গলাচিপা সরকারী কলেজ কেন্দ্রের (৪১৮) এইচ,এস,সি পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ ফোরকান কবির জানান, আমি কিছুই জানিনা তবে উপজেলা প্রশাসন কর্তৃক দায়িত্ব প্রাপ্ত অফিসাররা এ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি আমি আপনার মাধ্যমে অবগত হলাম কেন্দ্র সচিবসহ দায়িত্ব প্রাপ্ত অফিসারদেরকে নিয়ে বিষয়টি দ্রুত দেখবো।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/