Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

আগৈলঝাড়া বাকাল ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত।

নিউজ রুম / ১০৮
বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

জগদীশ মন্ডল
আগৈলঝাড়া

বরিশালের আগৈলঝাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ ও বাকাল ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে আলোচনা সভার শুরুতে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও শোক দিবসের পতাকা উত্তোলন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক কুলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমেশ চন্দ্র অধিকারীর সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, আওয়ামী লীগ নেতা অপূর্ব্ব লাল হালদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেমায়েত উদ্দিন, আবুল বাসার হাওলাদার, নিত্যানন্দ মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ আহমেদ, অনিমেষ চন্দ্র মন্ডল, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক রমনী কান্ত সরকার, উপজেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক শহিদ তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, বাকাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শহীদুল ইসলাম পাইক প্রমুখ। পরে কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/