Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২২ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

বদলগাছীতে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ঘরবাড়ি ভাংচুর-দোকান লুটপাট

নিউজ রুম / ৮০
শনিবার, ৮ জুলাই, ২০২৩

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ঘরবাড়ি ভাংচুর ও দোকান লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৪ নং মিঠাপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের প্রবাসী মোজাফ্ফর হোসেন এর বাড়িতে।

এঘটনায় প্রবাসীর স্ত্রী রিক্তা বাদী হয়ে প্রতিপক্ষ আনোয়ার, আবুল কালাম লুটুসহ ৫জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ই জুলাই বিকেলে প্রভাবশালী প্রতিপক্ষ আনোয়ারের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী প্রবাসী মোজাফ্ফর এর বসতঘরে ঢুকে তার স্ত্রী রিক্তাকে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এসময় রিক্তার বাবা রেজাউল মন্ডল এগিয়ে আসলে তার উপর হামলা চালাই প্রতিপক্ষ আনোয়ারের লোকজন। এসময় তারা রিক্তার ঘরবাড়ি ভাংচুর করে দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায় এমন অভিযোগ তোলে বলেন রিক্তা বেগমের মেয়ে (নবম শ্রেণির) স্কুলছাত্রী সাদিয়া আক্তার।

এ ব্যাপারে প্রবাসীর স্ত্রীর রিক্তা বেগম বলেন, হামলায় নেতৃত্ব দেন দুইজন । একজন আমার স্বামীর বোন জামাই অন্যজন আমার ভাসুর । জমি জমা নিয়ে বিরোধের জেরে এ হামলা চালানো হয়েছে এবং আমার ঘরবাড়ি দোকানপাট ভাংচুর ও হরিলুট করা হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সে দিন বিকেল ৪টার দিকে রিক্তার বাড়িতে তার প্রতিপক্ষ আনোয়ার এর লোকজন হামলা চালাই এবং তার দোকানে হামলা করে মালামাল নষ্ট করে।

বিবাদী আনোয়ার এর কাছে মুটোফোনে প্রবাসীর ঘরবাড়িতে হামলার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি সুকৌশলে বিষয়টি এড়িয়ে গিয়ে ফোন কেটে দেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিয়ার রহমান জানান, ঐ ঘটনায় অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/