জাহিদুল ইসলাম (জাহিদ), কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
সরকারি ঘোষিত ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর কুয়াকাটায় মাছ শিকার করছে একদল জেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞার প্রথম দিনে দেড় লাখ মিটার অবৈধ বেহুন্দী জাল জব্দ করেছে নৌ-পুলিশ। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
শনিবার (২০ মে ) সকালে লেম্বুর বন সংলগ্ন সমুদ্র মোহনা থেকে এসব জাল জব্দ করা হয়। তবে এসময় কোনো জেলেকে আটক করতে পারেনি পুলিশ। পরে এসব জাল মহিপুরের শীববাড়িয়া নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কুয়াকাটা নৌ-পুলিশের অফিসার্স ইনচার্জ আখতার মোর্শেদ জানান, রাত বারোটা থেকে সুমদ্রে অভিযান শুরু করে কুয়াকাটা নৌ-পুলিশ। পরে লেম্বুর বন সাগর মোহনা থেকে এসব জাল উদ্ধার করা হয়। আইন অমান্য করে কেউ মাছধরার চেষ্টাকরলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
tawhidit.top/