আল-আমিন অনিক, মহিপুরঃ পটুয়াখালীর মহিপুরে হত্যাচেষ্টাকালে অস্ত্রসহ মাসুম বিল্লাহ (৩৫) নামে এক যুবক আটক হয়েছে।
শুক্রবার (৫ মে) রাতে তাকে একটি দেশীয় তৈরি হাতল ও ফলাযুক্ত ধারালো লোহার চাইনিজ কুড়ালসহ আটক করে মহিপুর থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ডালবুগঞ্জ ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আছমত আলীর ছেলে মোঃ ফারুক হোসেন (৪৮) ও তার স্ত্রী মোসাঃ পপি আক্তারকে (৩৮) মাসুম বিল্লাহসহ কয়েকজন সন্ত্রাসী পূর্ব বিরোধের জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় ভুক্তভোগীদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পালানোর সময় মাসুম বিল্লাহ অস্ত্রসহ স্থানীয়দের হাতে আটক হয়। পরে থানায় খবর দিলে ডালবুগঞ্জ বাজারে টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুম বিল্লাহকে গ্রেফতার করে নিয়ে যায়।
আটককৃত মাসুম বিল্লাহ ডালবুগঞ্জ ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আলী আকাব্বর হাওলাদারের ছেলে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোঃ আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুম বিল্লাহকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দণ্ডবিধি অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
tawhidit.top/