Loading ...
  • রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

নারায়ণগঞ্জে নেমর‍্যাক গার্মেন্টসের শ্রমিকদের মাঝে মালিক পক্ষের ইফতার বিতরণ

নিউজ রুম / ২৭১
সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

মোঃ বেল্লাল হাওলাদার, নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জ বিসিক শিল্পনগরীর সুনামধন্য পোশাক শিল্প প্রতিষ্ঠান নেমর‍্যাক ডিজাইন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল ইসলামের মহতী উদ্যোগে তাঁর গার্মেন্টসে কর্মরত শ্রমিক-কর্মকর্তাদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

রবিবার (৯ এপ্রিল) বিকেল ৫ টায় ছুটির পরে ৭০০ শ্রমিকের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। প্রত্যেক শ্রমিকের হাতে এক প্যাকেট বিরানি, খেজুর, আপেল এবং একটি ম্যাংগো জুস তুলে দেয়া হয়। এর আগে আসরের নামাজবাদ মিলাদ-মাহফিলের মাধ্যমে সকল শ্রমিকদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

শ্রমিকরা মালিকের এমন মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘আমরা সারাদিন রোজা রেখে অক্লান্ত পরিশ্রম করে কাজ করি, মালিক আজ আমাদের ইফতার দিয়ে মুখে হাসি ফুটিয়েছে। আমরা তৃপ্তি সহকারে আজ ইফতার করবো, যদিও প্রতিদিন আমরা বাসায় গিয়ে ইফতার করি আমাদের সাধ্যমত ইফতার সামগ্রী দিয়ে। তবে জিনিসপত্রের যে হারে দাম বেড়েছে তাতে চাহিদা অনুযায়ী আমরা ইফতারের আয়োজন করতে পারি না। আমাদের ফ্যাক্টরির মালিক শ্রমিকের কষ্ট বোঝেন বিধায় আজকের ইফতার দিয়েছেন। আমরা আমাদের স্যারের প্রতি কৃতজ্ঞ।’

তারা আরো বলেন, ‘আমাদের মালিক, প্রতি বছর রমজানে বড় একটি গরু কিনে জবাই করে বিরানি রান্না করে এমন ইফতার মাহফিলের আয়োজন করে থাকেন। এই বিসিকে এমন আয়োজন তেমন কোনো পোশাক কারখানায় দেখা যায় না। আমরা দোয়া করি মহান সৃষ্টিকর্তার দরবারে, মালিকের প্রতিষ্ঠান এগিয়ে যাক সাফল্যের পথে।’

ইফতার মাহফিলে নেমর‍্যাক ডিজাইন লিঃ এর পরিচালক মোঃ শাহাদাত হোসাইনসহ বেশ কয়েকটি বাইং হাউজের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, কয়েকটি গার্মেন্টস মালিকসহ বিভিন্ন বাইং হাউসের কিউসি ও ফ্যাক্টরির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবাই নেমর‍্যাক ডিজাইন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলামের মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এই গার্মেন্টসের মালিক-শ্রমিক সুসম্পর্ক দেখে সত্যিই আপ্লুত, এমন সুসম্পর্ক বজায় থাকলে এ প্রতিষ্ঠান একদিন বিশ্বের কাছে একটি মডেল হিসেবে পরিচিত হবে। রমজান মাস মালিক-শ্রমিক পার্থক্য দূর করে সেটাই আজ প্রমাণিত হলো।’

ফ্যাক্টরি প্রোডাকশন অফিসার মোঃ হান্নান বলেন, ‘এই প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা শ্রদ্ধেয় স্যার তৌহিদুল ইসলাম একজন মানবিক মানুষ। সবসময় অসহায় দরিদ্র মানুষের পাশে থাকেন, শ্রমিকের দুঃখ-দুর্দশা বুঝে সব সময় মানবিক আচরণ করেন। আমরা স্যারের প্রতি সন্তুষ্ট। মালিক বেঁচে থাকলেই শ্রমিকরা বেঁচে থাকতে পারবে। সেজন্য সম্ভাবনাময় এই গার্মেন্টের উন্নয়নে শ্রমিকদেরও সহযোগিতা একান্ত প্রয়োজন।’

নেমর‍্যাক ডিজাইন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের রমজানুল মোবারকের শুভেচ্ছা জানান এবং ইফতার মাহফিলে যারা শ্রম দিয়ে সফল করেছে সবাইকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, প্রতি বছর পবিত্র মাহে রমজানের ন্যায় এবারও ইফতার মাহফিল-২০২৩ অনুষ্ঠিত হয়। এছাড়াও দু’জন হাফেজ রেখে গার্মেন্টসের নির্ধারিত মসজিদে খতম তারাবি নামাজ পড়ানো হয়। তারাবি নামাজে ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন কর্মকর্তারা নামাজ আদায় করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/