অনলাইন ডেস্ক।
গোপালগঞ্জে পতিত পাবন শ্রী শ্রী গুরুচাদঁ ঠাকুর এর ১৭৭ তম জন্মজয়ন্তী উৎসব পালিত হয়েছে।
শ্রী শ্রী হরি-গুরুচাদঁ সেবা সংঘের আয়োজনে গোপালগঞ্জ কেন্দ্রীয়
কালীবাড়ী হরি মন্দিরে এ অনুষ্ঠান পালন করাহয়। এ উপলক্ষে মতুয়া মহা সমাবেশ বর্নাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন,পূর্ণব্রক্ষ্ম শ্রী শ্রী হরিচাদঁ ঠাকুরের ষষ্ঠ পুরুষ,বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকারি সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান
মহা-মতুয়াচার্য্য শ্রী সুব্রত ঠাকুর। এসময়
গণ্যমান্য ব্যক্তিবর্গ,মতুয়া দলপতি ও ঠাকুরের ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
tawhidit.top/