Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

গলাচিপায় বণিক সমিতির সম্পাদককে কুপিয়ে জখম

নিউজ রুম / ১৩১
সোমবার, ৬ মার্চ, ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা-উলানিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বাদল শর্মাকে কুপিয়ে জখম করেছে একই এলাকার কবির গাজী নামে এক দুর্বৃত্ত।
রবিবার (৫ মার্চ) বিকেলে উলানিয়া বাজার এলাকায় বাদল শর্মার পুরান বাড়িতে এ ঘটনা ঘটেছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েণ ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার উলানিয়া বন্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক বাদল শর্মা তার পুরান বাড়িতে বিকেলে তিনি নিজে, মকবুল গাজী, হারুন মৃধা, অবনী নাথ চারজন বসে তাস খেলছিল। এসময় কোন কিছু বুঝে ওঠার আগেই মকবুল গাজীর ছেলে কবির গাজী এসেই বাদল শর্মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে আহত বাদল শর্মার চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, খবর শোনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/