Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা

নিউজ রুম / ১৭১
শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

কলাপাড়া প্রতিনিধি।

দোকান-বসতঘর উচ্ছেদ না করার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে ১৭ টি দরিদ্র পরিবার।

বৃহস্পতিবার (২ রা মার্চ) সকাল ১০ টায় সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন ইটবাড়িয়ায় সড়কে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ মানববন্ধন করেন।

এসময় উপস্থিত ছিলেন টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা।

বক্তারা বলেন, সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন ইটবাড়িয়া এলাকায় প্রায় ১৭টি দরিদ্র পরিবার বসবাস করে আসছেন। পাশাপাশি বেড়িবাঁধের স্লোপে দোকানঘর করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু কোন নোটিশ ছাড়া কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নাম ব্যবহার করে একটি মহল মৌখিকভাবে তাদের উচ্ছেদ করার জন্য বলেছেন বলে দরিদ্র এসব পরিবারের দাবি। তবে এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন জানান, বিষয় টি তার জানা নেই। জেনে পরবর্তী ব্যাবস্তা নেয়া হবে।

দোকানি আনোয়ার হোসেন জানান,প্রায়ই লোক নিয়ে এসে স্থানীয় একটি মহল আমাদের দোকান উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে,এতে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। একই কথা বলেন দরিদ্র দোকানি আনোয়ার হাওলাদার ও দোকানি প্রতিবন্ধী নান্নু।

ইউপি চেয়ারম্যান সুজন মোল্লা বলেন, এই অসহায় পরিবারগুলোকে যেন উচ্ছেদ করা না হয়। এদের আগে পুনর্বাসন করা হোক।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/