কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় এইচএস সি পরীক্ষার ফলাফলে সবচেয়ে শীর্ষে রয়েছে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ। এ উপজেলায় ৬টি কলেজের মধ্যে এ কলেজটির শিক্ষার্থীরা এ বছর ভাল ফলাফল করেছে। এতে ওই কলেজের শিক্ষকরাও খুশি।
তারা বলেছেন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সাধ্যমত পাঠদান করতে চেষ্টা করেছি। তাই এমন ফলাফল। এ কলেজটি থেকে মোট ১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৬২ জন।
এর মধ্যে বিজ্ঞান শাখায় ১৫ জন, মানবিক শাখায় ১০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৫ পেয়েছে ১ জন। এ প্রতিষ্ঠানটির পাশের হার ৮৭ দশমিক ৫৭। এছাড়া ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছে উপজেলার ধুলাসার ইউনিয়নের আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজ।
এ কলেজের ২৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৪ জন পাশ করেছে। এর মধ্যে মানবিক শাখায় ৭টি এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১টি জিপিএ- ৫ পেয়েছে। এ প্রতিষ্ঠানটির পাশের হার ৭৫ দশমিক ৮। তৃতীয় অবস্থানে রয়েছে কলাপাড়ার সবচেয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ।
tawhidit.top/