Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়ার নীলগঞ্জে দূর্বৃত্তের হানায় কৃষকের মাথায় হাত

নিউজ রুম / ২০৩
শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩

নয়নাভিরাম গাইন (নয়ন) নিজস্ব প্রতিবেদক।

পটুয়াখালীর কলাপাড়ায় রাতের
আঁধারে কৃষকের ভূট্রাক্ষেতের আনুমানিক সাড়ে ৬ হাজার ভূট্রা চারাগাছ উপরে ফেলেছে দূর্বৃত্তরা। এতে ঐ কৃষকের প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে।

বৃহস্পতিবার (২ রা ফেব্রুয়ারী) রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের কৃষক আঃ জব্বার হাং এর ভূট্রাক্ষেতে এমন ঘটনা ঘটায়।

ঘটনার বিবরণে ক্ষতিগ্রস্থ কৃষক আঃ জব্বার বলেন, আমি একজন শিক্ষক দৌলতপুর সালেহিয়া মাদ্রাসায় কর্মরত আছি। আমি শিক্ষকতার পাশাপাশি কৃষি কাজ করি। এর ধারাবাহিকতায় আমার আনুমানিক ২৪ শতাংশ জমিতে হাইব্রিড জাতের ভূট্রাচাষকরি। এই চাষকৃত ভূট্রাগাছের আনুমানিক সাড়ে ৬ হাজার চারা গত কাল বৃহস্পতিবার রাতের আধারে কে বা কাহারা উপরে ফেলেছে। এতে আমার আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এরপর উপজেলা কৃষিকর্মকর্তার পরামর্শে অজ্ঞাত নামা উল্লেখ্য করে দূর্বৃত্তদের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম জানান, এবিষয়ে একজন অফিসারকে তদন্ত ভার দেয়া হয়েছে তদন্ত অনুযায়ী দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/